মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর প্রতিনিধি।
বুধবার ( ৯ই মার্চ) সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আয়োজনে দিনব্যাপী উপজেলা পর্যায়ে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
নানিয়ারচর উপজেলা মিলনায়তন কক্ষে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপজেলা পরিষদের,চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ- ফজলুর রহমান উপস্তিত ছিল।
এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মুকুট চাকমা,ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জেলা ট্রেনিং ইন্সট্রাক্টর আনিকা চাকমাসহ উপজেলা পর্যায়ে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ২০ জন সদস্য উপস্থিত ছিল।
সভায় অতিথিরা তাদের বক্তব্য পার্বত্য অঞ্চলের উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ডের সফলতা ও পাড়া কেন্দ্রের মাধ্যমে শিশুদের ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করেন।