অদ্য ১১ আগষ্ট ২০২২ ইং রোজ বৃহস্পতি বার, বেলা ১১:০০ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খাগড়াছড়ি সদর উপজেলা ও সদর পৌর কমিটি গঠন কল্পে পৃথক পৃথকভাবে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২২ অনুষ্টিত হয়।
উক্ত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ওয়াদুদ ভূইয়া, সাবেক এমপি, কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি ও সভাপতি, খাগড়াছড়ি জেলা বিএনপি। বিশেষ অতিথি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্ত্র চাকমা, সহ-সভাপতি কংচাইরী মাষ্টার, ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক এড. আঃ মালেক মন্টিু, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, মোঃ আবু তালেব। প্রধান বক্তা ছিলেন কুহেলী দওয়ান, সভাপতি, জেলা মহিলা দল, খাগড়াছড়ি। জেলা মহিলা দলের আরো যারা উপস্থিত ছিলেন, সহ সভাপতি মারিয়াম আক্তার মনি, যুগ্ম সম্পাদক আকলিমা খনম, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা এবং খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খাগড়াছড়ি সদর পৌর কাউন্সিল শুরু হয়। দর পৌর কাউন্সিলে সভাপতিত্ব করেন সালেহা রহমান (কাউন্সিলর), সভাপতি, পৌর মহিলা দল, সদর, খাগড়াছড়ি ।
উক্ত কাউন্সিলে উপস্থিত পৌর মহিলা দলের নেতৃবৃন্দের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সালেহা রহমান (কাউন্সিলর) কে, সভাপতি ও রাবেয়া বেগম কে সাধারন সম্পাদক করে ১০১ (একশত এক) সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি সদর পৌর মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
২য় ধাপে খাগড়াছড়ি সদর উপজেলা কাউন্সিল শুরু হয়। সদর উপজেলা কাউন্সিলে সভাপতিত্ব করেন মিটুন রানী ত্রিপুরা, সভাপতি, সদর উপজেলা মহিলা দল, খাগড়াছড়ি । উক্ত কাউন্সিলে উপস্থিত পৌর মহিলা দলের নেতৃবৃন্দের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে মিটুন রানী ত্রিপুরা কে, সভাপতি ও সুরজিনা চাকমা কে সাধারন সম্পাদক করে ১০১ (একশত এক) সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি সদর পৌর মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।