“বাঘাইছড়িতে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একে অপরের পাশে আছি। এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই।”
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে পার্থ সারথী সংঘের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ বার্তা দেন রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী।
তিনি আরও বলেন, “সম্প্রীতি রক্ষা করা আমাদের ঐতিহ্য—এটি টিকিয়ে রাখতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।”
অনুষ্ঠানে শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, পার্থ সারথী সংঘের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















