রাঙামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ১২০ ঘনফুট সেগুন ও গামারী কাঠ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল জোনের আওতাধীন ভাইন্যাদম ইউনিয়নের রাঙ্গাপানিছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১২০ সিএফটি সেগুন ও গামারী গোল কাঠ জব্দ করা হয়।
যার আনুমানিক মূল্য এক লক্ষ আশি হাজার টাকা। জব্দকৃত কাঠ রাঙ্গীপাড়া বনবিভাগের বিট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম জানান, এই ধরণের চোরাচালানী, মাদক, নারী পাচার বিরোধী আভিযানিক কাযক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।