বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঘাইছড়িতে বিজিবির দিনব্যাপী বিশেষ মহড়া

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ২১, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় করতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (STX) ও চূড়ান্ত মহড়া।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মারিশ্যা জোন সদর প্রশিক্ষণ মাঠে আয়োজিত এ মহড়ায় নেতৃত্ব দেন মারিশ্যা জোন কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।

মহড়ায় নির্বাচনী সময় সম্ভাব্য সহিংসতা, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার কৌশল, দাঙ্গা নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার বাস্তবভিত্তিক অনুশীলন প্রদর্শন করা হয়। একই সঙ্গে সদস্যদের পেশাগত দক্ষতা যাচাই এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় আরও জোরদার করাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আমাদের সদস্যরা সর্বাত্মকভাবে প্রস্তুত।”

এই পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলনে মারিশ্যা ব্যাটালিয়নের পদস্থ কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও বিভিন্ন পদবীর বিপুলসংখ্যক বিজিবি সদস্য অংশগ্রহণ করেন। বাস্তবসম্মত মহড়ার মাধ্যমে নিরাপত্তা প্রস্তুতি প্রত্যক্ষ করে স্থানীয়দের মাঝেও স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: