রাঙামাটির কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ বুধবার (২৮ জানুয়ারি) সকাল হতে বিকেল পর্যন্ত স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ছাড়া শিক্ষার্থীরা ৪ টি হাউস এ বিভক্ত হয়ে তাদের নিজস্ব তৈরি হস্তশিল্প এবং খাবার বিচারকের সামনে তুলে ধরেন।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কল্যাণী বড়য়ার সভাপতিত্বে স্কুলের শিক্ষক সুরেশ তনচংগ্যা এবং সৈয়দ মো: মিজান এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, চন্দ্রঘোনা থানার এসআই বিষ্ণু পদ, রাইখালী কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার হাসান মোহাম্মদ শাহরিয়ার। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া।


















