রাঙামাটির কাপ্তাইয়ে ৯ম পে স্কেলের দাবিতে উপজেলা সরকারি কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) বেলা ১২টা কাপ্তাই উপজেলা বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে উপজেলা পরিষদ চত্বর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ, কাপ্তাই উপজেলা শাখার সমন্বয়ক সানকিপশনা পাংখোয়ার নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিতে কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সমন্বয়ক সানকিপশনা পাংখোয়ার বলেন, ২০০৯ সালে সপ্তম পে স্কেল ঘোষিত হয়েছিল। এর ৬ বছর পর ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষিত হয়েছে। এরপর ১১ বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। অথচ এ সময়ের মধ্যে দুটি পে স্কেল ঘোষণা হওয়ার কথা ছিল। এভাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এখন ষড়যন্ত্রের মাধ্যমে পে স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ করা হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়বে এবং রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে।

















