রাঙামাটি জেলার কাউখালী উপজেলা নির্বাচন কার্যালয়ে সরকার ঘোষিত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি কার্যক্রম শুরু করা হবে আগামী ৯ জুন থেকে।
উপজেলা নির্বাচন কার্যাল সুত্র জানায়, ৯ ই জুন /২০২২ খ্রীস্টাব্দ হতে ২৯ ই জুন / ২০২২ খ্রীস্টাব্দ পর্যন্ত তথ্য সংগ্রহ শুরু হবে। ০১/০১/২০০৭ সাল কিংবা তার পুর্বে যাদের জম্ম এবং যারা ইতিপূর্বে ভোটার নিবন্ধন করেননি কেবল মাত্র তারা নিবন্ধিত হতে পারবেন। নতুন ভোটার নিবন্ধন এর ক্ষেত্রে প্রয়োজনীয় যা যা লাগবে তা হলো ঃ- অনলাইন বাংলা নিবন্ধন, অনলাইন ইংরেজি জম্ম নিবন্ধন ( শিক্ষাগতযোগ্যতার জেএসসি /৮ ম শ্রেণির নিছে হলে) । শিক্ষাগতযোগ্যতার সনদ, রঙ্গিন ছবিযুক্ত চেয়ারম্যান কতৃক জাতীয়তা সনদ, পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের কপি, পিতা মাতা মৃত হলে চেয়ারম্যান কতৃক মৃত্যু সনদ,( ভাই / বোন / চাচা / ফুফু) আপন ৩ জনের জাতীয় পরিচয় পত্রের কপি, জমির দলিল / খতিয়ান / জমাবন্দি, বায়না নামা, বাজার ফান্ড খাজনা কপি( স্থায়ী ঠিকানার ক্ষেত্রে) । বিবাহিতদের ক্ষেত্রে স্বামী / স্ত্রীর জাতীয় পরিচয় পত্র ( আবশ্যক), প্রবাসী ভোটারদের ক্ষেত্রে পাসপোর্ট ( আবশ্যক), রোহিঙ্গা নয় মর্মে চেয়ারম্যান কতৃক প্রত্যয়ন পত্র।
এছাড়া -১) ভাই / বোন / চাচা/ ফুফু না থাকলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কতৃক প্রত্যয়নপত্র।২) স্থায়ী ঠিকানার দলিলাদি না থাকলে হেডম্যান কতৃক স্তায়ী ঠিকানার ক্ষেত্রে প্রত্যয়ন পত্র, ( নির্দারিত অফিসিয়াল প্যাডে স্মারক নম্বর উল্লেখ পুর্বক)। ৩) একাধিক বার ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ। ৪) ভুল/ মিথ্যা তথ্য প্রদান করা দন্ডনীয় অপরাধ। ৫) ভোটার তালিকা থেকে মৃত ব্যাক্তির তথ্য বাতিল করতে অবশ্যই মৃত ব্যাক্তির অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ বা চেয়ারম্যান / হেডম্যান কতৃক নির্ধারিত অফিসিয়াল প্যাডে স্মারক নম্বর উল্লেখ করে প্রত্যয়ন পত্র লাগবে বলে নির্বাচন কায্যালয় সুত্র জানায়।