বুধবার, মার্চ ২২News That Matters

কাপ্তাই ‘রিভার ভিউ ক্যাফে’ পিকনিক স্পটের উদ্বোধন

শেয়ার করুন:

রাঙামাটি কাপ্তাই লেক,পাহাড় ও নদী প্রাকৃতি সৌন্দর্য ভরপুর। যেকোন পর্যটকের মনোমুগ্ধকর করবে রূপসী কাপ্তাই। এ কাপ্তাইকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে যার যার অবস্থান হতে কাজ করতে হবে। কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্ন কৃর্তক নির্মিত কাপ্তাই নতুন বাজার সংলগ্ন রিভার ভিউ ক্যাপে পিকনিক স্পট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আনোয়ার জাহিদ একথা বলেন ।

মঙ্গলবার সকাল ১০টায় তিনি রিভার ভিউ ক্যাফে পিকনিক স্পট উদ্বোধন করেন। কাপ্তাই উপজেলার পার্বত্য রাঙামাটি প্রাকৃতি সৌন্দয্যে ভরপর একটি পর্যটন কেন্দ্র। এখানে যেকোন ভ্রমণ পিয়াসুদের মন আকর্ষণ করবে। পরে কাপ্তাই জোন অটল ছাপান্ন কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই জোনের বিদায়ী জোন অধিনায়ক লেঃকর্ণেল আনোয়ার জাহিদ পিএসসি।

এইসময় নবাগত অধিনায়ক লেঃকর্ণেল মো.নুর উল্লাহ জুয়েল পিএসসি, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক,নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান,কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুরজ্জাহের, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, বিএসপিআই অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার উপস্থিত ছিলেন।

এছাড়া কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, শিশু নিকেতন অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা, ৮আনসার ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার রাজিব, কাপ্তাই পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, জেটি স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনসহ সেনা কর্মকর্তাগন উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *