কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. হারুন।
‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার, উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে অগ্রগতি, অর্জন,সাফল্য, জনসস্পৃক্ততা বৃদ্ধিসহ সরকারের নানা সাফল্য বিষয়ে জনগনকে অবহিতকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উচচ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.মোজাম্মেল হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো.কবির হোসেন, ইউপি সদস্য সেলিনা পারভিন।
সমাবেশে কাপ্তাই ইউনিয়নের মহিলা জনপ্রতিনিধি, পাড়াকর্মীসহ মহিলারা উপস্থিত থেকে তাদের অভিমত ব্যক্ত করেন।

 
         
                     
  







 
                                     
                                    








