“উচ্চমূল্যের ফল কাজুবাদাম আবাদ বৃদ্ধির মাধ্যমে কৃষকের আর্থ সামাজিক উন্নয়ন” বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার হতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই প্রশিক্ষণ হচ্ছে বলে জানান উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর ঝিমি চাকমা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম চৌধুরী।
উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর ঝিমি চাকমা।
উল্লেখ্য কাপ্তাই উপজেলাধীন ৫ টি ইউনিয়ন এর ৫০ জন কৃষক উক্ত প্রশিক্ষণ গ্রহণ করছেন। প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের কাজু বাদাম চাষে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণের ২য় দিনে বান্দরবানে বাগান পরিদর্শন ( ফিল্ড ভিজিট) সেশন অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে।