ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ সরূপ স্মার্ট জাতীয় পরিচয়পত্র ব্যবহার। তারই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নতুন করে ৩২,৮১৬ জন পাচ্ছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র।
দীর্ঘ করোনার কালীন এই পরিচয়পত্র সমূহ দেয়া না গেলেও গত ০৭ ই মে হতে উপজেলার ০৪ ইউনিয়নে ধারাবাহিক ভাবে দেয়া হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়ে খুশি ও আনন্দ প্রকাশ করেছে গ্রহিতারা পাশাপাশি সরকারের এই উদ্যোগকেও সাধুবাদ জানান দূর্গম পাহাড়ের এসকল মানুষ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা জানান, করোনার কারনে স্মার্ট জাতিয় পরিচয়পত্র বিতরণ বন্ধ থাকলে গত ০৭ মে হতে উপজেলার চার ইউনিয়নে পর্যায়ক্রমে ৩২৮১৬ পাবেন এই স্মার্ট জাতিয় পরিচয় পত্র।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ- ফজলুর রহমান বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র জনগনের কাঙ্খিত সুবিধা মিটাবে। স্মার্ট জাতিয় পরিচয়পত্র দিয়ে ওই ব্যক্তির একসাথে সব ডাটা পাওয়া যাওয়াতে পাসপোর্ট করা, ব্যংক একাউন্ট করাসহ অন্যান্য সেবা সমুহে খুব সহজেই করা যাবে।