রাঙামাটি কাপ্তাইয়ের প্রবীণ বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ আর নেই। বুধবার সকাল ১১টা ১৫মিনিটে চট্রগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে রেফায়েত উল্লাহ ৯০ বছর বয়সে মৃত্যু বরণ করেন। ( ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)।
মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ২মেয়ে এবং অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার ,কাপ্তাই উপজেলা আ’লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, কাপ্তাই প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে মরহুমের লাশ চট্টগ্রাম হতে তাঁর বাসভবনে কাপ্তাইয়ে নিয়ে আসলে অসংখ্য গুণাগ্রাহী তাঁকে দেখতে আসেন এবং তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।
এইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির এস আই মোঃ মাঈনুর রহমান এর নেতৃত্বে পুলিশ ফোর্স তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকবাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সহ অসংখ্য গুনাগ্রাহী উপস্থিত ছিলেন। পরে রাত সাড়ে ৮ টায় মরহুমের নামাজের জানাযা শেষে তাঁকে হাতির টিলা কবরস্থানে দাফন করা হয়।