রাঙামাটির লংগদু উপজেলায় সম্ভাবনাময় কাজু বাদাম ও কপি চাষে উদ্বুদ্ধ করতে কৃষক ও কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ শেষে এবার কাজু বাদাম ও কপি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জুন) কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পের উদ্যোগে লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ণে উপজেলার বিভিন্ন এলাকার ৬০টি কাজু বাদাম প্রদর্শণীর জন্য ৬০জন কৃষককে জনপ্রতি ৮০টি করে কাজুবাদাম গাছের চারা ও ২০টি কপি চাষের প্রদর্শণীর জন্য ২০ জন কৃষককে জনপ্রতি ১৩৫টি কপি গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা সদরে নৌ-ঘাটে এই চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার চৌধুরী সহ বিভিন্ন উপসহকারী কৃষিকর্মকর্তারা উপস্থিত থেকে কপি ও কাজুবাদাম চারা বিতরণ করেন।
এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান কপি ও কাজুবাদাম প্রদর্শণী প্রাপ্ত কৃষকদেরকে পরবর্তীতে বাগান বাগান সৃজনের জন্য এক বস্তা করে সাদা সার, ডিএপি সার, এমওপি সার ও জিপসাম সার প্রদান করা হবে।