আওয়ামী লীগ সংগঠন শান্তি সম্প্রীতি ও উন্নয়নের দল। এই দল প্রান্তিক জনগোষ্ঠীর কথা ও উন্নয়নে কাজ করে। আজ পাহাড়ে কোণায় কোণায় উন্নয়নের আলো ছড়িয়ে দিতে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলায় আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
জুরাছড়ি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে ৭৩;তম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সকালে উপজেলা বিশ্রামাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমার সভাপতিত্ব করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক রন্টু চাকমা, মহিলা লীগের নেত্রী জ্যোস্না তালুকদার, জুরাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, কৃষক লীগের সাধারণ সম্পাদক জ্ঞান মিত্র চাকমা বক্তব্য রাখেন।
পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করা হয়।


















