রাঙামাটি শহরে একমাত্র গণ পরিবহন অটোরিকশার ভাড়া নির্ধারণ করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অটোরিকশা মালিক চালক নেতাদের নিয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
তবলছড়ি থেকে বনরুপা – ১৫ টাকা।
তবলছড়ি থেকে রিজার্ভ বাজার ১৫ টাকা।
তবলছড়ি থেকে পুরাতন বাস স্ট্যান্ড – ১০ টাকা।
বনরুপা থেকে ভেদভেদি ১৫ টাকা।
তবলছড়ি থেকে ভেদভেদি- ৩০ টাকা।
রিজার্ভ বাজার থেকে ভেদভেদি ৩০ টাকা। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃমামুন মিয়া,অতিরিক্ত পুশিশ সুপার জাহিদুল ইসলাম,মেয়র আকবর হোসেন চৌধুরী, বিআরটি এ কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,সিএনজি চালক সমিতির সভাপতি পরেশ মজুমদারসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
সভায় ভাড়া ভাড়ানোর সিদ্ধান্ত,চালকদের বৈধ পরিচিতি,বৈধ ড্রাইভিং লাইসেন্স, চালকদের আচারণবিধিসহ বিভিন্ন দিক সমূহ। অবৈধ সিএনজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সভায় অনুরোধ জানানো হয়।
রাঙামাটি শহরে চলাচল করা অটোরিকশাগুলো চলে অকটেন দিয়ে। অকটেনের দাম বৃদ্ধির প্রতিবাদ ও ভাড়া নির্ধারণের দাবীতে গত শনিবার থেকে শহরে অটোরিকশা চালানো বন্ধ করে দেয় চালকরা।