রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় বিষ পানে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে বেতবুনিয়ার গোদার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায় উপজেলার ১ নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের গোদারপাড় আমতল এলাকার রুস্তম জমাদ্দারের ছেলে মোঃ এমদাদুল (৩৫) মদ পান করে এলাকায় মাতলামি করেন এবং লোকজন কে অকথ্য ভাষায় গালি গালাজ করায় এলাকার লোকজন তাকে গাছের সাথে বেঁধে রাখে।
লোকজন স্থানীয় মেম্বার কে বিচার দিলে মেম্বার এ বিচার করবে না বলে লোকজনকে জানিয়ে দেয়।
এক পর্যায়ে তার দূর সম্পর্কের এক ভাই এবাদূল হক তাকে ছাড়িয়ে নেন। পরে সে ছাড়া পেয়ে রাগে ক্ষোভে আত্মহত্যা করার জন্য বিষপান করেন এমদাদুল।
বিষপান করে আমতল এলাকায় সে দীর্ঘ সময় মাটিতে গড়াগড়ি করেন।
কিন্তু তাকে কেউ হাসপাতালে নেননি বা চিকিৎসার ব্যবস্থা করেনি।
পরবর্তীতে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে এমাদুল কে উদ্ধার করে রাউজান হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত ২ টা ৩০ মিনিটে সে চমেক হাসপাতালে মারা যান বলে জানা যায়।
এ ব্যাপারে নিহতের পরিবার হতে কোন লিখিত অভিযোগ দেয়নি জানান কাউখালী থানার ওসি এসএমশহিদুল ইসলাম।
জানা যায় ইতিপূর্বেও এ এমাদুল আরো ৪ বার বিষপান করেন। এ কারণে ইতিপূর্বে তার বিবাহিত দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।
সে সারাদিন মদ পান করে ভারসাম্যহীন হয়ে এলাকায় ঘুড়ে বেড়াত বলে জানান স্থানীয়রা।