রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কৃষক সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারী মঙ্গলবার সকাল দশ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি কৃষি সম্পসারন অধিদপ্তরের কর্মকর্তা শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামিী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন এবং বিভিন্ন ব্যাংক এর ব্যাবস্থাপক গন উপস্থিত ছিলেন।
সমাবেশ কৃষকরা তাদের বিভিন্ন দাবীদাওয়া তুলে ধরেন এবং সহজ নিয়মে সল্প সুধে সরকারি ভাবে ব্যাংক ঋণের জন্য সরকারের কাছে আবেদন জানান।
অতিথিরা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর আহব্বানে এক ইঞ্চি জমি যেন খালি পড়ে না থাকে, অনাবাদি ও পতিত জমির সর্বোত্তম ব্যাবহার নিশ্চিত করার লক্ষ্যে বক্তারা বর্তমান সরকারের নীতিমালা অনুসারে কম খরচে বেশি বেশি ফসল উৎপাদন করার পরামর্শ প্রধান করেন। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন।