‘আহলান সাহলান মাহে রমজান’ এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি রামগড়ে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা মার্চ) আছরের নামায এর পর জামায়াতের উপজেলা অফিস থেকে র্যালি বের হয়ে রামগড় খাগড়াছড়ি মূল সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ বক্সের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দলটির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারী আনোয়ার হোসেন এর সঞ্চালনায় র্যালি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর ফয়জার রহমান সহ দলটির স্থানীয় নেতারা।
এসময় বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধির মাস, এই মাসে সকলের উচিত সংযমী হওয়া এবং ইসলামের বিধান মেনে জীবন পরিচালনা করা। এতে দিনের বেলায় হোটেল রোস্তোরা বন্ধ রাখা, রমজানের পবিত্রতা রক্ষা করা, যাকাত প্রদান করা, মাদক, দুর্নীতি ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে পেস্টুন নিয়ে জনসচেনতার লক্ষে বর্ণাঢ্য র্যালিতে অংশ নিতে দেখা গেছে নেতাকর্মীদের।