খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন সবজির বীজ, চারা, সার, জাল, বীজ সংরক্ষণ পাত্র ও ঝাঁজরি সহ বিভিন্ন কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।
৪ এপ্রিল রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ৪০ জন কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসিনুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ ইউনুচ নুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমূল্য কুমার দাস, উপ-সহকারী কৃষি অফিসার বেলায়েত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহছেনুল হক্ প্রমূখ।
কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর আওতায় মানিকছড়ি উপজেলার চার ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের বসবাসকারী থেকে মোট ৪০জন কৃষকদের মাঝে ৬ ধরনের ফলজ গাছের চারা, ৫ ধরনের সার (ইউরিয়া, টিএসপি,এমওপি,জিপসাম ও বার্মি কম্পোষ্ট), ৮ ধরনের গ্রীষ্মকালীন বীজ, একটি বড় সাইজের বীজ সংরক্ষণ পাত্র, ৮০ ফুট জাল ও একটি ঝাজরি সহ বিভিন্ন কৃষি সামগ্রীর বিতরণ দেওয়া হয়েছে।