রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সারাদেশে ন্যায় পার্বত্য চট্টগ্রাম বসবাস রত সকল সম্প্রদায়ের মানুষ উৎসব মুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারছে। যা অতীতে কোনো সরকারের আমলে এভাবে হাজার হাজার মানুষের সমাগমে এমন অনুষ্ঠান উদযাপন করা সম্ভব হয়নি।
তাই এমন সম্প্রতির বন্ধন ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। নৌকায় ভোট দিতে হবে।
রবিবার সকালে রাঙামাটির রাজস্থলীর বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মারমা সম্প্রদায়ের দিন ব্যাপী জল উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন পার্বত্য চট্টগ্রাম মানুষ চলাচলের দুর্ভোগ থেকে মুক্তি পেতে চন্দ্রঘোনা কর্ণফুলী সেতু নির্মাণের ঘোষণা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ধন্যবাদ জানান।
পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতি বিকাশে এগিয়ে আসুন এই স্লোগানে রাঙামাটি জেলায় মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এ জল উৎসব আয়োজন করে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এ উৎসবে হাজার হাজার মানুষ অংশ নেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও মারমা সংস্কৃতি সংস্থা মাসস এর সভাপতি অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম ওয়াসাকা আয়শা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, রাঙামাটি সেনানিবাসের লেঃ কর্ণেল মেজবাহুল আলম সেলিম, পিএসসি, জি, কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নুর উল্লাহ জুয়েল,পি,এস,সি, রাজস্থলী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস, কাপ্তাই উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও রুমেন দে, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, সহকারী পুলিশ সুপার রাজস্থলী সাইফুল ইসলাম, সহ সভাপতি অংছাপ্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, খাগড়াছড়ি মাউসের সভাপতি মংপ্রু চৌধুরী, বান্দরবান এমটিএ আহ্বায়ক চাথোয়াইপ্রু মাষ্টার, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগ্ৰাই জল উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, মারমা সংস্কৃতি সংস্থা মাসস এর সাধারণ সম্পাদক মংউচিং মারমা ময়না।
আলোচনা সভা শেষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মং বাজিয়ে জল উৎসব উদ্বোধন করেন।
পরে এক পাড়ার সাথে অন্য পাড়ার তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেন।