মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও অপরাধ
  3. উন্নয়ন খবর
  4. এক্সক্লুসিভ
  5. এনজিও
  6. করোনা আপডেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্রীড়া ও সংস্কৃতি
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. খাগড়াছড়ি
  11. খোলা জানালা
  12. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  13. জাতীয়
  14. দুর্ঘটনা
  15. পর্যটন

খাগড়াছড়ি বিএনপির বিবৃতি, ভুয়া ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
মে ৩০, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ

 

খাগড়াছড়িতে আওয়ামীলীগের মিথ্যা বানোয়াট মামলায় বিএনপি নেতৃবৃন্দ ও শত শত নেতাকর্মীদের বাড়িতে অভিসানের নামে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

গত ২৬ মে ২৩, খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে খাগড়াছড়ি আওয়ামীলীগ অফিসের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়ীতে হামলা ও ভাংচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও সমাবেশে আগত শতশত নেতাকর্মীদের উপর বিক্ষিপ্তভাবে হামলা চালায় তারা। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা সহ অন্তত ৫জন গুরুতর আহত হয়। জেলা বিএনপি এ ঘটনার জন্য থানায় মামলা করতে গেলে থানায় মামলা গ্রহন না করায়, ২৮ মে ২০২৩তারিখ আদালতের মাধম্যে মামলা করা হয়। অথচ বিএনপির দায়েরকৃত মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অপরদিকে আওয়ামীলীগের দায়ের করা মিথ্যা, বানোয়াট ও কাউন্টার মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং গ্রেফতারের নামে খাগড়াছড়ি জেলা ব্যাাপি রাতভর বিএনপির নেতাকর্মীদের বাড়ী ঘরে পুলিশ অভিযানের নামে বাড়ি ঘরে অভিযান চালিয়ে এক নৈরাজ্যকর ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। এ সময় বিএনপির দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে খাগড়াছড়ি সদর পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নেছার আলী ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস। সোমবার দিবাগত রাতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, সোমবার রাত থেকে বিএনপি নেতাদের বাড়ীতে পুলিশ অভিযান চালাচ্ছে। অনেক নেতাকর্মীর বাড়ী ও আসবাবপত্র তছনছ করা হয়েছে। বাড়ীতে থাকা নারীদেরও লাঞ্চিত করছে। তিনি অবিলম্বে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের গ্রেফতারের নামে পুলিশী হয়রানী বন্ধ করার দাবী জানিয়েছেন। অন্যথায় জেলা ব্যাপি হরতাল বা অবরোধের মত কর্মসূচী দিতে বিএনপি বাধ্য হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত