সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে লিফলেট বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ৭, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে ওলামা মাশায়েক সোসাইটির উদ্যোগে বাঘাইছড়ির সর্বস্তরের মুসলিম উম্মাহ সহযোগিতায় ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ ঘটিকায় চৌমুহনী সদর জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে চৌমুহনী ও উপজেলায় প্রতিটি দোকানে ইসরাইলি পণ্য বয়কটের লিফলেট বিতরণ করেন।

উক্ত লিফলেট বিতরণে বাঘাইছড়ি ওলামা মাশায়েখ সোসাইটির সভাপতি মাওলানা আজিজুর রহমান ও বাঘাইছড়ি ওলামা মাশায়েখ সোসাইটি সাধারণ সম্পাদক মাওলানা কাওছার উদ্দিন নূরী এর নেতৃত্বে উপস্থিত ছিলেন
বাঘাইছড়ি ওলামা মাশায়েখ সোসাইটির প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ কবির আহাম্মদ, উপজেলা মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন,দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, মডেল টাউন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইন সহ উপজেলা বিভিন্ন এলাকার ইমাম মুয়াজ্জিন ও স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দাবি জানিয়ে বলেন, প্রথমত ফিলিস্তিনের প্রতি সমর্থন করে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, ইজরায়েলি পণ্য চিহ্নিতকরণ ও ইসরায়েলি পণ্য বিক্রয় না করতে প্রতিটি দোকানে দোকানে জানিয়ে দেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে যথাসাধ্য ব্যবস্থার আহবান জানান তারা।

বাংলাদেশ থেকে ইজরাইলের পণ্য চিরতরে নিষিদ্ধ করতে হবে, ইসরাইলের পণ্য বিক্রয় ও আমাদানি বন্ধ করতে হবে।এ সময় তারা আরো বলেন দলমত নির্বিশেষে গাজায় ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে সকলকে একতাবদ্ধ হতে হবে।

তারা সকলের প্রতি আহ্বান জানান, আসুন আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য একসাথে আওয়াজ তুলবো এবং ইসরাইলি পণ্য বর্জনের জন্য সবার প্রতি অনুরোধ জানাবো।

উপস্থিত নেতৃবৃন্দরা আরো বলেন, আসুন আমাদের উপস্থিতি দ্বারা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াই এটি ও মানবাধিকারের পক্ষে শক্তিশালী অবস্থান নিতে পারে। তারা বলেন, এটাই আমাদের সময়, আসুন আমরা সবাই মিলে এক হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলবো।

প্রতিবাদ সমাবেশে ফিলিস্তিনে হামলা কেন – জাতি সংঘ জবাব চাই, গাজাতে হামলা কেন জবাব চাই জবাব চাই, দুনিয়ার মুসলিম এক হও এক হও এসব স্লোগান দেন তারা। স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে উপজেলা কার্যলয় চত্বরে এসে শেষ করেন

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: