রাঙামাটি ট্রাক-মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৬ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা ট্রাক- মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের ৬ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার সকালে শহরের পৌর ট্রাক টার্মিনালে মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,শ্রমিক নেতা মোঃ রুহুল আমিন, মোঃ সেলিম, আবুল হোসেন, মোঃ ইসমাইল, মোঃ হাসেম, মোঃ হানিফ, মোঃ আলী আজগর ও রহিম সওদাগরসহ আরো অনেকে।
বক্তারা বলেন, গত ২৮ মে ২০২৩ ইং তারিখে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ২৩৩/২৩ ফৌজদারি নালিশ ধারাঃ দন্ডি বিধি ৩৮৫,৫০৬, ৫০৬(২) ৩৪ মূলে মোঃ রুহুল আমিন সহ ৬জনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা প্রত্যাহার করে নিতে বাদী এটিএম হাসমত উল্লাহসহ প্রতিপক্ষের প্রতি জোর দাবি জানাই। অন্যথায় আমরা শ্রমিক সংগঠনের সবাই মিলে কঠিন থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রতিবাদ সভায় শ্রমিক নেতৃবৃন্দ আরো বলেন, গায়ের জোরে কোন সংগঠন চলে না। আপনারা গায়ের জোরে, ক্ষমতার বলে শ্রমিকদের অধিকার বঞ্চিত করে অগণতান্ত্রিক পক্রিয়ায় নির্বাচনে জয়লাভ করে ক্ষমতাপুষ্ট হয়ে চোখে সরিষার ফুল দেখছেন। যার কারনে আপনাদেরকে শ্রমিকেরা প্রত্যাখান করছে। এখনও সময় আছে ৬ নেতার বিরুদ্ধে দায়কৃত মামলা প্রত্যাহার করে নিন না হয় শ্রমিকেরা পিঠ বাঁচাতে দেবে না। আপনাদের অনিয়ম দুর্নীতি আর কত ঢেকে রাখবেন।
আদালতে দায়কৃত মামলার দাবী ও প্রতিপক্ষ শ্রমিক সংগঠনের সভাপতি এটিএম হাসমত আলী বলেন, রুহুল আমিন তারা কিভাবে সভাপতি ও সেক্রেটারী হয় বা বানায় তা আমার বোধগম্য নহে। কোথা থেকে তারা এ সংগঠন এসেছে তাও আমার জানা নাই। তারা একটি ভুয়া সংগঠন দাঁড় করিয়ে বিভিন্ন সড়কে চাঁদাবাজি করে আসছে। আরও শুনেছি কাপ্তাই একটি শ্রমিক সংগঠন আছে ওই সংগঠনের নামে চাঁদা নেয়। তাই আমাদের বৈধ শ্রমিক সংগঠন তাদের চাঁদাবাজির বিরুদ্ধে আদালতে মামলা করেছি।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক প্রেরিত অভিযোগের আদেশ থানায় এসেছে। ওসি তদন্ত আকতার উদ্দিন বিষয়টি গভীর ভাবে তদন্ত করছেন। তদন্ত শেষে প্রতিবেদন আকারে আদালতে প্রেরণ করা হবে।