পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট এলাকায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে সেনাবাহিনী সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন।
২৮ জুন বুধবার সকাল ১১ ঘটিকায় বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে এসব উপহার সামগ্রী বিতরন করেছে সেনাবাহিনী সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল তৌহিদুর রহমান। এসময় জোনের বিভিন্ন পদবীর কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, চিনি, আটা, তৈল, ডাল, লবণ, আলু ।
এসময় জোন কমান্ডার বলেন পবিত্র ঈদুল আজহার আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করতেই সেনাবাহিনীর জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এই ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সেনাবাহিনী নিয়মিত এমন মানবিক সহায়তা প্রদান করে থাকে।