বাঘাইছড়ি উপজেলায় পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই শনিবার বিকাল ৩ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কমপ্লেক্সে বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ রুপান্তর কল্পে এবং জননেতা দীপঙ্কর তালুকদারের হাতকে শক্তিশালী করার লক্ষে বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র জাফর আলী খান। জেলা সদস্য খায়ের আহম্মদ, সদস্য পদ্মাদেবী চাকমা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা দিলীপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের ভার্প্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদের সুসংগঠিত থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে এক যোগে কাজ করার আহব্বান জানান।