কক্সবাজারের ঈদগাঁওয়ে আদালতের আদেশ অমান্য করে শিক্ষককের জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পরে জমির প্রকৃত মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়। পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষককে হত্যার হুমকি দেয়া হয়েছে।আজ ১১ অক্টোবর (শনিবার) দুপিরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের পুর্ব লরাবাক গ্রামে ঘটে এ ঘটনা।
অভিযোগে জানা গেছে, পুর্ব লরাবাক গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল হকের জমিতে স্থানীয় মৃত ইউসুফ আলীর পুত্র নুরুল ইসলাম জুলু গং দীর্ঘসময় ধরে জোর পূর্বক অবৈধ স্থাপনা নির্মাণ করে জবর দখল করার চেষ্টা চালায়। বিষয়টি মাস্টার সিরাজুল হকের নজরে আসলে তিনি বিজ্ঞ আদালতের দ্বারস্থ হন এবং আদালত উক্ত জমিতে ১৪৪ ধারা জারি করেন। একই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শান্তি শৃংখলা ভঙ্গ না করার জন্য থানা পুলিশকে দায়িত্ব দেয়া হয়।
ইত্যবশরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ দখলকারী জুলু গং শনিবার সকালে বিরোধীয় জমিতে বসত ঘর নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে জমি মালিক মাস্টার সিরাজুল হক থানা পুলিশকে অবগত করেন। এসময় ঈদগাঁও থানা পুলিশের এ এসআই জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের উপস্থিতিতে জুলু মাস্টার সিরাজুল হককে হত্যা করার হুমকি দেয় বলেও জানা গেছে।
অভিযুক্ত নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি বিষয়টি আদালতে বিচারাধীন বলে জানায়।
জানতে চাইলে উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, জুলু গংয়ের স্থাপনা নির্মাণ বন্ধ করে দেয়া হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোন স্থাপনা নির্মাণ করা যাবে না।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।