নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) দিবস।
দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ হতে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বেলুন উড়িয়ে “বিশ্ববিদ্যালয় দিবস”-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ, প্রক্টর জনাব জুয়েল সিকদার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরে দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে মাননীয় ভাইস চ্যান্সেলর বলেন, নানা সমস্যা ও প্রতিকূলতা অতিক্রম করে আজ রাবিপ্রবি’র কার্যক্রম এতদূর এসেছে। স্বপ্ন দেখি একদিন সব সীমাবদ্ধতা অতিক্রম করে দেশে ও সারা বিশ্বে অনেক সুনাম বয়ে আনবে। সেজন্য তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মিলেমিশে একসাথে এ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।