রাজস্থলী প্রতিনিধি।
রাজস্থলীর সুবর্ণ মৈত্রী বিহারে ৪৫ ফুট উঁচু বুদ্ধ মূর্তি নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও সংঘদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ০৯ঃ৩০ টায় হাজারো দায়ক দায়িকা ও পূর্ণার্থীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিং মং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লংবতী ত্রিপুরা, হেডম্যান উথিনসিন মারমাসহ বিভিন্ন পাড়া থেকে আগত হেডম্যান-কার্বারী, জনপ্রতিনিধি, বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও সহস্রাধিক দায়ক-দায়িকা। আর্শিবাদক ছিলেন ভদন্ত সুমনা মহাথের।
এসময় প্রধান অতিথি উবাচ মারমা বলেন,
বর্তমান সরকার বিভিন্ন ধর্মালম্বীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বৌদ্ধ ধর্মালম্বীদের জন্যও তিনি ব্যপক উন্নয়নমূলক কাজ করছেন। এই এলাকায় বৌদ্ধমূর্তি স্থাপন করায় পূণার্থীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ধর্ম পালন করবে। এর মাধ্যমে বৌদ্ধ ধর্মালম্বীদের আত্মিক কল্যাণ সাধিত হবে।
পরে প্রধান অতিথি বৌদ্ধ মুর্তির স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।আ নুষ্ঠানিকতা শেষে করোনা ভাইরাস থেকে মুক্তি ও বিশ্ব শান্তির হিতসুখ কামনা করা হয়।