আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেরা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
এতে রাঙামাটি জেলা প্রশাসক মো মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। র্যালী পরবর্তী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীতে যত দুর্যোগ সৃষ্টি হচ্ছে তার অধিকাংশ মানুষের সৃষ্ট । এ দুর্যোগ নিয়েন্ত্রণ করা সম্ভব যদি মানুষ সচেতন হয়।
বক্তারা আরো বলেন, রাঙামাটিতে অপরিকল্পিতভাবে রাস্তা ও বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। এর কারণে বিভিন্ন দুর্যোগে তা সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পাহাড়ের উপরে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। কাপ্তাই হ্রদ দখল করে বাড়ি নির্মাণ করা হচ্ছে। এতে বর্ষাকালে দুর্যোগ সৃষ্টি হচ্ছে। মানুষ সচেতন হলে এ দুযোর্গ সৃষ্টি হত না। তাই মানুষকে সচেতনের বিকল্প নেই।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের রাঙামাটি উপ পরিচালক দিদারুল আলম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার।
আলোচনা সভা শেষে ভূমিকম্পে মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে এবং আগুন লাগলে তা নিয়ন্ত্রণে করণীয় কি তা নিয়ে মহড়া পরিচালনা করেন রাঙামাটি ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা।