নিজস্ব প্রতিবেদক, পাহাড়ের খবর।
আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের আত্নত্যাগের স্মরণে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রীও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি সোমবার সকালে রাঙামাটি শহরের কাঁঠালতলীস্থ দারুস সালাম একাডেমি হেফজখানা ও এতিমখানার শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেন রাঙামাটি মেডিকেল কলেজের ইন্টানী ডাক্তাররা।
এতিম শিক্ষার্থী শিশুদের হাতে খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ তুলে দেন (এমবিবিএস) ইন্টানী ডাক্তারদের পক্ষে শিক্ষানবীশ (এমবিবিএস) ডাক্তার সজীব, ডাক্তার কাউসার, ডাক্তার সাকিবুল ও ডাক্তার ফাত্তাহসহ প্রতিষ্ঠানের সুপার মাওলানা সামসুল আলম, জেলা প্রশাসকের সিএ মোঃ আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক এম.কামাল উদ্দিন ও প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মোঃ আবদুল্লাহ।
দারুস সালাম একাডেমি হাফেজখানা ও এতিমখানা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের শুকনা খাবার, ফলমূল, খাতা-কলম ও কাঠপেনসিলসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ রয়েছে।
পরে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষানবীশ ডাক্তাররা বিনামূল্যে এতিম শিশুদের চিকিৎসা প্রদান করেন।
এসময় ডাক্তাররা বলেন, রাঙামাটি মেডিকেল কলেজের ডাক্তারা যতদিন এখানে থাকবেন ততদিন তাদের এ সেবা অব্যাহত থাকবে। আগামীতে তারা আরো উন্নতমানের সেবা ও সার্বিক সহযোগিতা দিয়ে যাবেন এসব অসহায় এতিম শিশুদের মাঝে।
পরে ভাষা শহীদদের সম্মানে ও ভাষার জন্য আত্নত্যাগ করায় তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।