চট্টগ্রাম রেঞ্জ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট তিন ক্যাটাগরির দুইটিতে চ্যাম্পিয়ন ও একটিতে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে রাঙ্গামাটি জেলা পুলিশ।
ফেনী জেলা পুলিশের আয়োজনে চট্টগ্রাম রেঞ্জ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৩ খ্রিঃ গত ২২ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্টের ফাইনালে কনস্টেবল হতে এসআই (পুরুষ) ক্যাটাগরিতে একক এবং দ্বৈত ইভেন্টে লক্ষীপুর জেলা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাঙ্গামাটি জেলা পুলিশ।
এছাড়াও পুলিশ পরিদর্শক হতে তদুর্ধ্ব (পুরুষ) ক্যাটাগরিতে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে রাঙ্গামাটি জেলা পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে বিজয়ী খেলোয়াড়দের রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান সহ টুর্ণামেন্টে বিজয়ী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।