বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ

প্রতিবেদক
এম কামাল উদ্দিন, রাঙামাটি
এপ্রিল ১৮, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

 

আগামী ২৫এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। কাপ্তাই লেকে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান।

এশিয়া মহা দেশের কৃত্রিম মিঠা পানির হ্রদ আয়তন ৭২৫ বর্গকিলোমিটারের কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা,অবমুক্ত করা মাছের পোনা সুষ্ঠু বৃদ্ধির জন্য প্রতিবছর এসময়ে  ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণ বন্ধ রাখা হয়। তবে এবার ওই সময়ে হ্রদে পর্যাপ্ত পানি না থাকায়  ২৫এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত তিন মাসের মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) সূত্রে জানা যায়,  হ্রদে ১০৫ এমএসএল (মিন সী লেভেল) পানি থাকলেই অবমুক্ত করা পোনা বেড়ে উঠতে ও মা মাছগুলো প্রাকৃতিক প্রজননের পর্যাপ্ত সুযোগ পায়। জেলে ও ব্যবসায়ীদের আশা,এবারও দীর্ঘ সময় হ্রদে মাছ আহরণ বন্ধ থাকায় প্রত্যাশা অনুযায়ী মাছ ধরা পড়বে তাদের জালে। আর অধিক রাজস্ব আদায়ের প্রত্যাশা করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

রাঙামাটি জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়–য়া বলেন, সবার মতামতের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত নেওয়া হবে জেলেরা সেটা অবশ্যই মেনে নিতে বাধ্য হবে। প্রশাসন বলছে ২৫ এপ্রিল ২০২৫ থেকে ২৪ জুলাই ২০২৪ ইং তারিখ পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ থাকবে এই সিদ্ধান্তের সাথে আমরা একমত। যেহেতু মাছ ধরা বন্ধ হয়ে যাবে সে লক্ষে জেলেদের প্রতি সুনজর রাখতে প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান উদয়ন বড়–য়া।

উধ্বর্তন বৈঞ্জানিক কর্মকর্তা মোঃ ইশতিয়াক হায়দার বলেন,লেকে বর্তমানে যে পরিমান পানি আছে এতে লেকের মাছ ধরা বন্ধ করার উপযুক্ত সময়। মাছের বংশ বৃদ্ধির জন্য এই সময়ে মাছ আহরণ করা উপযুক্ত সময়। এসময় যেন কেউ (জাল বেরি) জাগ দিয়ে মাছ আহরণ করতে না পারে সে দিকে সকলের দৃষ্টি রাখতে হবে।

জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ বলেন, আমরা অনেক গবেষণা করে দেখেছি কাপ্তাই লেকের অংশ বিশেষে জেলেরা যে সকল জাগ দিয়ে মাছ আহরণ করছে তাতে কাপ্তাই হ্রদের জন্য বিরাট হুমকি স্বরুপ। তাই আমরা ইতি মধ্যে অনেক জাগ ভেঙ্গে দিয়েছি। আগামী ২৫ এপ্রিল ২০২৪ থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ করা হয়েছে। এসময়ে আমরা নিজ নিজ দায়িত্ব থেকে লেকটাকে বাঁচাতে ও মাছের বংশ বৃদ্ধি করতে সহযোগিতা করবো।  চুরি করে কেউ যেন মাছ ধরতে না পারে সে দিকে লক্ষ রাখবো।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন,লেকের পানি কমতে শুরু করছে তাই সময় আর কালক্ষেপন  না করে আগামী ২৫এপ্রিল হতে ২৫ জুলাই ২০২৪ পর্যন্ত লেকে মাছ আহরণ বন্ধ রাখা হলে ভাল হয়। আর মাছ আহরণ বন্ধ কালিন সময়ে যেন বাজারের মধ্যে মাছ ব্যবসায়িরা বড় বড় মাছ ফ্রিজ আপ করে না রাখেন। ২৫এপ্রিল এর মধ্যে যেন সকল মাছ বিক্রি করে দেন। তিনি এসময়ে সকলের সহযোগিতা কামনা করেন। এখনই মাছ আহরণ বন্ধ করা না হলে আগামীতে লেকে মাছ পাওয়া যাবে না।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন,উল্লেখিত দিন তারিখে হতে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ ঘোষণা করা হয়। উল্লেখিত দিন তারিখের পর হতে কাপ্তাই হ্রদের মাছ আহরণ,বিপনন,বাজারজাত করন ও চোরাই পথে মাছ নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এনিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হবে বলে জানান জেলা প্রশাসক। কেউ যেন চোরাই পথে লেকের মাছ আহরণ করে বিক্রি করতে না পারে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আক্তার, উপজেলা মৎস্য মোঃ আব্দুল কাদীর, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম.কামাল উদ্দিন,বৃহত্তর বনরুপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতির সভাপতি আবু সৈয়দ, মাহালছড়ি মৎস্য ব্যবসায়ি সমবায় সমিতির সিনিয়র সহসভাপতি আবুল খায়ের, কাপ্তাই হ্রদ বৃহত্তর মৎস্য ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মোঃ শুক্কুর,রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার,বিজিবি প্রতিনিধি,সেনাবাহিনী প্রতিনিধিসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: