বুধবার, মার্চ ২২News That Matters

রাঙামাটিতে বীমা দিবস পালিত

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি

রাঙামাটিতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে শহরের পৌরসভা চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়।  র‌্যালীটি জেলা প্রশাসক কাষালয়ের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালীতে বীমা কোম্পানির কর্মকর্তা কর্মচারিরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করে।

আলোচনা সভায়  সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো,মামুন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় জেলা প্রশাসক বলেন,মানুষের জীবনে চলার পথে বীমার কোন বিকল্প নাই। তাই প্রত্যকের বীমা করা উচিত। তবে কেউ যেন প্রতারিত না হয় সেজন্য বীমা করার আগে সবকিছু জেনে ন্ওেয়া উচিত। গ্রাহকরা সচেতন হলে বীমা কোম্পানী, গ্রাহক সবাই উপকৃত হবে।

আলোচনা সভায়  বীমা কোম্পানি গুলোর পক্ষে বক্তব্য রাখেন, ফারিষ্ট বীমার বিএম জাহাঙ্গীর আলম, সন্ধানী লাইফ ইনসুরেন্সের কোম্পানি লিমিটেড এর বিএম উওম দেবনাথ, গাডিয়ান লাইফ ইনসুরেন্সে কোম্পানি লিমিটেড এর রিপন দাশ ও এলআইসি লাইফ ইনসুরেন্সের বিএম উজ্জ্বল চাকমা।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *