ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দোপতাছড়া এলাকা থেকে একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তির নাম জ্ঞান রঞ্জন চাকমা (৫০)।
বুধবার দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন এ অভিযান পরিচালনা করে।
সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরী পিএসসির, নির্দেশে এই অভিযান চালায় সেনাবাহিনী।
সেনাবাহিনীর দাবী আটককৃত জ্ঞান রঞ্জন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) প্রসিত দলের একজন চাঁদা কালেক্টর।
চাঁদার রশীদ সরবরাহ করে টাকা আদায়ের সময় হাতেনাতে তাকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।
জ্ঞান রঞ্জন চাকমা সাজেকের ডানেভাইভা ছড়া এলাকার দিব্বো চাকমার ছেলে।
সেনাবাহিনীর দাবী, জ্ঞান রঞ্জনের কাছে চাঁদা আদায়ের রশিদ, নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায় জিজ্ঞাসাবাদে জ্ঞান রঞ্জন নিজেকে ইউপিডিএফ দলের সদস্য ও স্থানীয় ঝাড়ু ফুল এবং হলুদ ব্যাবসায়িদের নিকট চাঁদা আদায় করছিল। জিজ্ঞাসাবাদ শেষে জ্ঞান রঞ্জনকে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাজেক অঞ্চলের ইউপিডিএফ সমন্বয়ক আর্জেন্ট চাকমা বলেন জ্ঞান রঞ্জন চাকমা একজন নিরীহ মানুষ, চাঁদাবাজির বিষয়টি সেনাবাহিনীর সাজানো ।