আস্থা প্রকল্পের সাথে সরকারি কর্মকর্তা এবং অন্যান্য অংশীজনদের পরামর্শ সভা বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পরামর্শ সভায় সভাপতিত্ব করেন,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও আস্থা প্রকল্পের সদস্য সাংবাদিক এম কামাল উদ্দিন। এতে স্বাগত রাখেন,আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রবি চন্দ্র চাকমা। এসময় আস্থা প্রকল্পের জেলা সমন্বয় বিপ্লব চাকমা মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন।
পরামর্শ সভার সভাপতি এম কামাল উদ্দিন বলেন,আস্থা প্রকল্পের মাধ্যমে আজ সরকারি কর্মকর্তদের সাথে আমরা দীর্ঘক্ষণ পরামর্শ সভা করলাম তার লক্ষ্য ও উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ের যুবকদের সচেতন করা। যুবনীতি মালার মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। ইতি মধ্যে জেলার ১০উপজেলায় যুবকদের স্বাবলম্বী ও যুগোপযোগী করে গড়ে তুলতে তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েশনের অধীনেস্থ আস্থা প্রকল্প।
পরামর্শ সভার দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি বিপুল চাকমা, রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা,রাঙামাটি সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার সিগন্ধা চাকমা ও তপন চাকমা প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিভিক প্ল্যাটফর্ম ও আস্থা প্রকল্পের সদস্যবৃন্দ।
পাহাড়ের মানবাধিকার নিয়ে সংশয়,সম্প্রদায়িক সম্প্রীতি, যুবকদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন, বাল্যবিবাহ,মাদক,ইভটিজিং, যুবকদের শর্ত ছাড়াই প্রশিক্ষণ, মানবিক মূল্যবোধ ও যুবনীতি ২০১৭ এর উপর মুক্ত আলোচনা করা হয়।
বক্তারা বলেন,আস্থা প্রকল্প যুবকদের এগিয়ে নিয়ে আসতে যুবক সমাজকে ইয়ুথ প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা ফলপ্রসূ করতে আমাদের সহযোগিতা বজায় থাকবে। এধরনে পরামর্শ সভার মাধ্যমে অনেক কিছু শিখা যায়। তাই নিজ নিজ স্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।