খাগড়াছড়িতে আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোহাম্মদ আবু হাসনাত তানজিনের চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদ আবু হাসনাত তানজিন এর বাবা মো. শাহজালাল এর হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় তানজিনের শারীরিক খোঁজ খবর নেন ও ভবিষ্যতে আরো সহযোগিতা আশ্বাস দেন ওয়াদুদ ভূইয়া। আহত শিক্ষার্থী আবু হাসনাত তানজিন গত এক মাস ধরে সিএমএইচ এ চিকিৎসাধীন আছেন।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, মংসাথোয়াই চৌধুরী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রফিক হোসেন উপস্থিত ছিলেন।