নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে সচেতনতামূলক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য “ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার”। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়। রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা করা হয়। প্রধান অতিথি ছিলেন, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোবাইদা আক্তার।
এসময় রাঙামাটি বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) ওসমান সরওয়ার আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলনে, ট্রাফিক পরির্দশক সরওয়ার মোহাম্মদ পারভেজ, মোটরযান পরিদর্শক মো.সালাহ উদ্দিন, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি মো.আফসারসহ আরো অনেকে।
বক্তারা বলেন, চালকদের অদক্ষতা ও অসচতেনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা রোধে চলাচলে পথ নিরাপদ করতে নিজেদের আগে সচতেন হতে হবে। মানতে হবে ট্রাফকি আইন জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশক্ষিণ ও প্রচারণা বাড়াতে হবে। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানদের বাইক কিনে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এছাড়াও সড়কের বিভিন্নি সমস্যা তুলে ধরেন বক্তারা। পাশাপাশি তারা এর সম্ভাব্য বিভিন্ন সমাধানের বিষয়ে আলোকপাত করেন। জেলার বিভিন্ন স্থানে যানজট ও এর কারণ নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
উল্লখ্যে, যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরার লক্ষ্যে ট্রাফিক ক্যাম্পেইন, সড়কে যানবাহন চলাচলের জন্য করণীয় শীর্ষক লিফলেট বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচতেন করতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবশে, সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ র্কমশালা, স্থানীয় প্রশাসন, সড়ক সচেতনতামূলক আলোকচত্রি প্রদর্শনী, পরিবহন মালকি-শ্রমিক সংগঠনরে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বিআরটিএ রাঙামাটির জেলা অফিস।