রাঙ্গামাটির রাজস্থলীতে চতুর্থ দিনের মতো কিশোরীদের জরায়ু মুখে ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান শুরু হয়েছে। ৫৮টি শিক্ষা প্রতিষ্টানে এ টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়তে এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রম পরিদর্শন করেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সফিউল্ল্যাহ সিবলী, দৈনিক পূর্বকোণ রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিবলী বলেন, জরায়ুমুখ ক্যান্সার টিকা দ্বারা প্রতিরোধযোগ্য একটি রোগ। তাই ১০-১৪ বছরের কিশোরীদের এ ভ্যাকসিন দেয়া হচ্ছে। প্রতিবছর জরায়ুমুখ ক্যান্সারে বাংলাদেশে হাজার হাজার মহিলা মারা যায়। এক ডোজ এইচপিভি টিকা প্রদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এবার ১৫১৩ জন কিশোরী টিকার টার্গেট বলে জানান ডা. সিবলী।