খাগড়াছড়ির রামগড়ে হেনা-বেলায়েত স্মৃতি রাত্রিকালীন শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ- সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।
এসময় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপসচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূইয়া, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্দিতা পূর্ণ খেলায় নজিরটিলা একাদশ ফাইভষ্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের দোশররা রামগড়ের ইতিহাস ঐতিহ্যকে বিলুপ্ত করে মাদকের স্বর্গরাজ্যে পরিনত করেছিলো এখন সময় হয়েছে আবারো সর্বক্ষেত্রে এসব ঐতিহ্যকে ফিরিয়ে এনে মাদক মুক্ত সমাজ গঠনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অগ্রনী ভূমিকা রাখতে হবে।
ধারাভাষ্যকার হানিফ মিয়া’র সঞ্চালনায় টুর্ণামেন্ট কমিটির আহবায়ক এ্যাডভোকেট মোঃ ইশতিয়াক মোর্শেদ ভুইয়া’র স্বাগত বক্তব্য রাখেন। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ বিজয়ীদের মাঝে ট্রপি ও নগদ অর্থ বিতরণ করেন।


















