রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ১৮০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও একটি সিএনজি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান বুধবার (৮ জানুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে থানার এসআই খুরশীক আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে চন্দ্রঘোনা থানা এলাকাধীন ২নং রাইখালী ইউপির টেকের মোড়স্থ রাইখালী অটোরিক্সা (সিএনজি) মালিক সমিতির কার্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে ১৮০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসময় অজ্ঞাতনামা সিএনজি চালক ও অপর সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
ওসি আরোও জানান, অজ্ঞাতনামা সিএনজি চালক ও অপর সহযোগীর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।