সুমন্ত চাকমা, জুরাছড়ি।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও রাঙামাটি সহকারি কমিশনার অঞ্জন কুমার দাসের নেতৃত্বে পরিষদের ভাইস চেয়ারম্যানগণ ও সরকারি কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দেন।
রাত ১২টা ১ মিনিটে প্রথমে জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও উপজেলা প্রশাসনের পক্ষে রাঙামাটি সহকারি কমিশনার অঞ্জন কুমার দাস এবং সরকারি কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…”।
প্রথম প্রহরে শহীদ মিনারে একে একে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য চারু বিকাশ চাকমার নেতৃত্বে অঙ্গ সংগটনের নেতা কর্মীগণ পুষ্পস্তবক অর্পণ করেন।
থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজমের নেতৃত্বে পুলিশ সদস্যগণ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমার নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ, নব নির্বাচিত জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমার নেতৃত্বে জুরাছড়ি ইউনিয়ন পরিষদ, পরিবার পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ জাতীয় বাদী দল ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।