খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পবিত্র ইদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে শতাধিক গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে, ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি) দীঘিনালা সেনানিবাস।
৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপকার ভোগীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন, ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি) দীঘিনালা সেনানিবাসের প্রধান প্রশিক্ষক লে: কর্নেল রুমন পারভেজ পিএসসি।
এতে উপস্থিত ছিলেন, ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের ওআইসি মেজর ফয়সাল আহমেদ, ক্যাপ্টেন আবদুল্লাহ হীলমাফি ও ক্যাপ্টেন ফারদিন আফজাল প্রমূখ।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, তেল, চিনি, চা পাতা, আটা ও লবন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী থেকে ঈদ সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন উপকার ভোগীরা।