ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( আইডিএফ) রাঙামাটির কাপ্তাই উপজেলার বাস্তবায়নে এবং পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) এর সহযোগিতায় বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ৫ জন শ্রেষ্ঠ প্রবীণ ও ৫ জন শ্রেষ্ঠ প্রবীণ সন্তান সম্মাননা এবং ২ জন দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইডিএফ এর সিও এবং সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচীর ফোকাল পারসন মহিউদ্দিন কায়সার।
কাপ্তাই আইডিএফ এর সমন্বয়ক মো: নুরুল আলম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিএফ এর এরিয়া ম্যানেজার গিয়াস উদ্দিন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং আইডিএফ এর আঞ্চলিক অফিসের প্রোগাম অফিসার মুশফিকা হোসেন নাম্মি।
এর আগে সকাল ৯ টায় ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ মাঠে নবীন ও প্রবীণদের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রবীণ দল ২-১ গোলে নবীন দলকে পরাজিত করে।
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও ওয়াগ্গা ইউনিয়ন প্রবীণ কর্মসূচীর সভাপতি দীপ্তিময় তালুকদার।