দীর্ঘ ১৮ বছর পর রাঙামাটিতে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের পৌরসভা চত্বর হতে একটি বনার্ঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌরসভা চত্বর হতে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে শহরের প্রাণ কেন্দ্র বনরুপাতে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় রাঙামাটি জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা শাখা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম। এতে আরও উপস্থিত ছিলেন, ইসলামি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, রাঙামাটি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালামসহ জামায়াত ও ছাত্র শিবিরের নেতা-কর্মীরা।
এ সময় ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা বলেন, সারা দেশে এখনো ফ্যাসিস্ট সরকারের লোকজন প্রশাসনের বড় বড় দপ্তরে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তাই প্রশাসনসহ সকল সেক্টরে যারা এখনও ফ্যাসিস্টের দোসর হিসেবে কাজ করছে তাদেরকে দ্রুত ছাটাই করে সেখানে নিরপেক্ষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। একই সাথে শিক্ষা-প্রতিষ্ঠানের যে সকল ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা ঘুরে বেড়াছে তাদেরকে আটক করে অবিলম্বে শাস্তির আওতায় আনারও দাবি জানান। আওয়ামী লীগ ও ছাত্রলীগও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাই বাংলার মাটিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঠাই নেই।