রাঙামাটির লংগদুতে রাতের আঁধারে চার সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় মো. সোহাগ (৩৮) নামের এক ভাড়ায় মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। সোহাগ লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঘটনা ঘটলেও আজ (বুধবার, ১৯ মার্চ) জানাজানি হয়। লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে লংগদু থানায় মামলা হয়েছে। আসামী সোহাগকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
নির্যাতিতার পরিবার জানিয়েছে- গেল মঙ্গলবার সন্ধ্যায় ভাইয়ের বাসা থেকে ফেরার পথে বখাটে সোহাগ পিছন থেকে ওই নারীকে মুখ চেপে ধস্তাধস্তি শুরু করে।একপর্যায়ে ধানের জমিতে শুইয়ে ফেলেন। এসময় ওই নারী হাতে থাকা মোবাইল দিয়ে কল দেওয়ার চেষ্টা করলে সোহাগ মোবাইল কেড়ে নিয়ে মাটির গর্তে ঢুকিয়ে দেন। পরে ওড়না কেড়ে নিয়ে তার মুখ বাঁধার চেষ্টা করলে ওই নারী চিৎকার শুরু করেন। চিৎকার শুনে লোকজন এসে তাকে উদ্ধার করে।
নির্যাতিতার স্বামী জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেল। খবর পেয়ে বাসায় গিয়ে দেখেন তার স্ত্রীর অবস্থা খারাপ। সারাদিন রোজা রেখেছে। এ ঘটনায় সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলছে। পরে তাকে স্থানীয় ফার্মেসিতে নিলে তারা উন্নত চিকিৎসার জন্য লংগদু সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভিকটিম ও তার পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে লংগদূ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আজ গ্রেফতার করে রাঙামাটির আদালতে পাঠানো হয়েছে।