রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার মহসিন কলোনি হতে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানার পুলিশ। শুক্রবার ভোর রাতে স্থানীয়দের খবরের সূত্র ধরে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, মহসিন কলোনীর বাসিন্দা কাজী এমরান নূরীর ছেলে কাজী ওমর ফারুকের বাসা ভাড়া দেওয়া হবে এমন লেখা সম্বলিত ঝুলানো সাইনবোর্ড দেখে পহেলা এপ্রিল এক দম্পতি মাসিক তিন হাজার টাকা দরদার করে বাসা ভাড়া নেয়। বাসা ভাড়া নেওয়ার সময় তারা তাদের গ্রামের বাড়ি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বলে জানান। কিন্তু তাদের আইডি কার্ড বা অন্যান্য ডকুমেন্ট পরে দেওয়া হবে বলে বাসা ভাড়া নেয়।
সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া নিয়ে বাসায় উঠার একদিন পর স্ত্রীকে হত্যা করে পালিয়েছে ঘাতক স্বামী। শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। গত শুক্রবার দিবাগত রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তালাবদ্ধ বাসার তালা ভেঙ্গে নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ নারীর অজ্ঞাত নারীর লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বাসার মালিক কাজী ওমর ফারুক জানান, মধ্যবয়সী এক নারী এবং ৩০-৩৫ বছর বয়সী দাঁড়িওয়ালা এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তিন হাজার টাকা ভাড়ায় এক হাজার টাকা অগ্রিম দিয়ে এক রুমের টিনসেট বাসা ভাড়া নেয়। এসময় তারা নিজেদের স্বামী-স্ত্রী এবং তাদের গ্রামের বাড়ি বাঘাইছড়ি উপজেলার দূরছড়িতে বলে জানান। পরের দিন ২ এপ্রিল থেকে উক্ত রুমের দরজা বাহির থেকে বন্ধ অবস্থায় দেখতে পেয়ে আমাদের মনে সন্দেহ দেখা দেয়। পরে স্থানীয়রা সবাই মিলে বিষয়টি পুলিশকে অবগত করি।
এব্যাপারে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা নিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক সুরতহাল প্রস্তুতি প্রক্রিয়া চলছে বলে তিনি জানান, এটা প্রাথমিকভাবে আমরা হত্যাকান্ড মনে করছি। এই ঘটনায় কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করা হবে। তবে ময়না তদন্তের পর আসল রহস্য হয়তো জানা যাবে।