আনন্দ শোভাযাত্রা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ বরণ ১৪৩২।এই উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় বিলাইছড়ি বাজার হতে উপজেলা চত্বর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন এর নেতৃত্বে সর্বস্থরের জনগণ, সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহনে একটি বর্নাঢ়্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
বিলাইছড়ি বাজার প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উপজেলা সদর,শিল্পকলা শিশু পার্ক হয়ে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রা ও সভায় বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণিল সাজে সাজিয়ে সকল ধর্ম,বর্ণ লোকের অংশগ্রহণ করে। পরে সংস্কৃতি মেলার স্থল ফিতা কেটে উদ্বোধন করেন এবং মেলার স্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো, তানভীর হোসেন। এতে প্রকাশ করে একটি বৈষম্যহীন, সুখী- সমৃদ্ধি ও উন্নত বাংলাদেশ বিনির্মানে সবাই প্রতিজ্ঞাবদ্ধ।
শোভাযাত্রায় মেডিকেল অফিসার শারমিন খন্দকার, ১ নং বিলাই ছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.ওমর ফারুক, থানা ভারপ্রাপ্ত ওসি মো. সিরাজুল ইসলাম রাংগামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো; জাফর আহাম্মদ, বিলাইছড়ি উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক অসীম চাকমা,প্রভাষক ইয়াসমিন সুলতানা, হারুনুর রসিদ,প্রকৌশলী আলতাফ হোসেন, শিক্ষক পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা, রুপ কুমার কার্বারী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অংশ নেন।
পরে গ্রামীণ ঐতিহ্যে তৈরী দৃষ্টি নন্দন মঞ্চে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া ও মিমি পাংখোয়ার সঞ্চালনায়, উপজেলা শিল্পকলা একাডেমি ও পাংখোয়া শিল্পী গোষ্ঠীর নাচে গানে অনুষ্ঠানকে মাতিয়ে তোলেন এবং শেষে চিত্রাংকন প্রতিযগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।