চলতি বছর খাগড়াছড়িতে’সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার। সোমবার দুপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন খাগড়াছড়ির লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আকতার।
লিগ্যাল এইড অফিসার জানান, প্রতিবছর বিচার প্রার্থীদের আইনগত সহায়তা প্রদানের স্বীকৃতি হিসেবে এই শ্রেষ্ঠ আইনজীবী মনোনয়ন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চলতি বছর শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, যিনি ২০১৪ সালে আইনপেশা শুরু করেন। আইন পেশার পাশাপাশি তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের পরপর দু’বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্যানেল আইনজীবী হিসেবে সামাজিক, আইনানুগ ও মানবাধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন।
অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার বলেন, সেরা হওয়াটা সত্যিই আনন্দের। তিনি কর্মের স্বীকৃতি হিসেবে পাওয়া এই সম্মাননা স্মারক খাগড়াছড়ি জেলার সকল আইনজীবীকে উৎসর্গ করেন।
এর আগে সকালে খাগড়াছড়ি জজ কোট প্রাঙ্গনে খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটির জেলা ভারপ্রাপ্ত সভাপতি অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ এর সভাপতিত্বে রেলি অনুষ্ঠিত হয়।
এরপরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আজিজুল হক।
এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম, খাগড়াছড়ি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নোমান মইনুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, ডা. রতন খীসা, খাগড়াছড়ি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুর মালেক মিন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম, সুবিধা ভোগী আবু বকর সিদ্দিক আলেয়া ও বেগম বেগম প্রমুখ বক্তব্য রাখেন।