দুর্যোগ মোকাবেলায় সকলের সহযোগিতা ও মতামত চাইলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ মোকাবেলা ও দুর্যোগে করণীয় কর্মসূচি গ্রহন ও মানুষদের কি ভাবে সচেতন করা যায় সে লক্ষ্যে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক।
এছাড়াও কোন দপ্তরের কি কাজ তা নিয়ে সভায় আলোচনা করা হয়েছে। দুর্যোগে মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা পেতে পারে সে বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) দুর্যোগে আগাম প্রস্তুতি নিতে সকলের প্রতি উদ্বাত্ত আহবান জানান। দুর্যোগে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা এই সভার মাধ্যমে গতবারের দুর্যোগ মোকাবেলায় কি কি পরামর্শ দিয়েছেন সেগুলো আজকের এই সভায় আলোচনা করেন এবং নতুন কিছু কথাবার্তা থাকলে সেগুলোও শেয়ার করতে পারেন। দুর্যোগ নিয়ে আপনারা আপনাদের অভিজ্ঞাগুলো উপস্থাপন করলেই সবকিছু পরিস্কার ভাবে বুঝা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ রুহুল আমিন, জেলা প্রশাসনের ডিডিএলজি (উপ-পরিচালক)ও পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মোহাম্মদ আলী আনসারি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রীশিকেশ সীল, প্রতিবন্ধী ও পূর্ণবাসন স্কুলের পরিচালক নুরুল আবছার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড, মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তাগণ, স্থানীয় বিভিন্ন এনজিও সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।